শফিক রেহমানের মুক্তির দাবি বিএনপির
সাংবাদিক শফিক রেহমানের মুক্তির দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে দেশে গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, লোখার স্বাধীনতা নেই।’
আজ শনিবার সকাল ১০টায় ঠাকুরগাঁও পৌরএলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গোয়ালপাড়া এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ‘শফিক রেহমানকে আজকে সকালে সাদা পোশাকে গোয়েন্দা বিভাগের সদস্যরা ধরে নিয়ে গেছে। এতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন-চিন্তিত। এ ঘটনা থকে এটাই প্রমাণিত হয় যে, এই দেশে কথা বলার স্বাধীনতা নেই, লেখার স্বাধীনতা নেই।’
বিএনপির এ মহাসচিব আরো বলেন, ‘শফিক রেহমান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক। এভাবে সাদা পোশাকে তুলে নেওয়া, তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই, এ ঘটনা এটাই প্রমাণ করে যে এ দেশে এখন কোনো গণতন্ত্র নেই।’
এ সময় বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান মির্জা ফখরুল।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, মুক্তিযোদ্ধা নুর করিমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শহরের সেনুয়াপাড়া পুরাতন কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন মির্জা ফখরুল।
বিএনপির পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার পর এটি তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ের প্রথম সফর। শনিবার বিকেল ৩টায় ঠাকুরগাঁও থেকে ঢাকা ফেরার কথা রয়েছে তাঁর।