ব্যস্ত সময় কাটছে ঠাকুরগাঁওয়ের ১০ ইউনিয়নের প্রার্থীদের
তৃতীয় দফা ইউপি নির্বাচনের আর বাকি মাত্র পাঁচ দিন। নির্বাচনকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন।
ইউনিয়নগুলোর হাটবাজার ও গ্রামে গ্রামে এখন প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের সমর্থন আদায়ে তাঁরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
নিজেকে গ্রহণযোগ্য প্রমাণ করতে এবং মাদকমুক্ত, দুর্নীতি দূর করাসহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে নিজ নিজ এলাকায় শেষ মুহূর্তের গণসংযোগ আর উঠান বৈঠক করছেন প্রার্থীরা।
ভোট গ্রহণ হতে যাওয়া ১০ ইউনিয়নের ভোটাররা বলছেন, যোগ্য, সৎ ও অসহায় মানুষের পাশে থেকে যে প্রার্থী এলাকার উন্নয়নে কাজ করবেন, এমন ব্যক্তিকেই ভোট দেবেন তাঁরা।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. শুক্কুর আলী জানান, এখন পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ তাঁরা পাননি। এ ছাড়া স্বাভাবিক রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। ২৩ এপ্রিল উৎসবমুখর পরিবেশে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৪ জন, সাধারণ সদস্য ৩৪৮ ও সংরক্ষিত সদস্য ১১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ভোটার রয়েছেন এক লাখ ৫১ হাজার ৬৯১জন।