ঠাকুরগাঁওয়ে ‘মৌ-মাছির কামড়ে’ একজনের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মৌমাছির কামড়ে আক্রান্ত হওয়ার পর আকতার হোসেন চৌধুরী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে এই ঘটনা ঘটে।
আকতার হোসেন চৌধুরী হরিপুর উপজেলার মাদ্রাসাপাড়ার মৃত আবুল কালাম চৌধুরীর তৃতীয় ছেলে।
আকতার হোসেনের ছোট ভাই আল-মামুন চৌধুরী বলেন, আজ রোববার বিকেল ৪টার দিকে বাড়ির পাশে আম বাগানে বসে বিশ্রাম করছিলেন আকতার হোসেন চৌধুরী। ওই সময় আম গাছে থাকা মৌচাকের কয়েকটি মাছি তাঁকে কামড় দিলে তিনি অচেতন হয়ে পড়েন। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাসনিম আলম মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে চিকিৎসক তাসনিম আলম বলেন, ‘আকতার হোসেন চৌধুরীর শরীরে মৌমাছির ছয়টি কামড়ের চিহ্ন দেখা গেছে। মৌমাছির কামড়ে তার মৃত্যু হতে পারে বা প্রচণ্ড ব্যথায় স্ট্রোক করেও তিনি মারা যেতে পারেন।’