ভোটকেন্দ্রে আ. লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে।
এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আকতার হোসেন জানান, বেলা ১টার দিকে ওই ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের মধ্যে প্রচারণা নিয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ থাকে। এরপর আবার ভোট শুরু হয়।