রাবি শিক্ষক হত্যা : ইমাম ও শিবিরকর্মী রিমান্ডে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় আটক আরো দুজনের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোকসেদা আজগর শুনানি শেষে বিকেলে দুজনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন অধ্যাপক রেজাউলের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার দরগামাড়িয়া গ্রামের মসজিদের ইমাম রায়হান আলী ও মতিহার থানার ললিতাহার এলাকার ছাত্রশিবির কর্মী খায়রুল ইসলাম।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম দুজনের রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইফতে খায়ের আলম জানান, গত বৃহস্পতিবার এই দুজনসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নগরীর ১৯ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফিজুর রহমানকে আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। ওই দিন ছাত্রশিবির নেতা হাফিজুরের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এবং রায়হান আলী ও খায়রুল ইসলামের রিমান্ডের আবেদনের শুনানির দিন ধার্য করেন সোমবার। আজ আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে তাঁদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসে যাওয়ার পথে নগরীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে মাত্র দেড়শ গজ দূরে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার মহানগর ডিবি পুলিশকে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় আটক দুজনের আজ সোমবার চারদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছবি : এনটিভি