ঠাকুরগাঁওয়ে সংঘর্ষে গুলি, যুবক নিহত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা দাখিল মাদ্রাসা কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে মাহবুব আলম (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাহবুবের বাড়ি পাড়িয়া গ্রামে। তাঁর বাবার নাম আবদুল জব্বার।
সংঘর্ষে আহত হয়েছেন আরো চারজন। তাঁরা হলেন পাড়িয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বাবুল (৩৫), নজরুল ইসলামের ছেলে আজিজুল (২৮), আবদুল গফুরের ছেলে লিয়াকত আলী (৩০) ও আবদুর রহমানের ছেলে নাসিরুল (৩৫)। তাঁদের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পাড়িয়া ইউনিয়নের কালডাঙ্গা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মারধর করেন ও গুলি ছোড়েন। এতে তিনজন গুলিবিদ্ধ হওয়াসহ পাঁচজন আহত হন।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম বলেন, আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মাহবুবকে মৃত অবস্থায় পান চিকিৎসকরা।