হিলি সীমান্তে গান পাউডার, হাতবোমাসহ নারী আটক
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গান পাউডার, হাতবোমাসহ এক নারীকে আটক করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হিলি সীমান্তের মধ্য বাসুদেবপুরের স্টেশন রোড এলাকার সাইদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। এ সময় ওই বাড়ি থেকে এক কেজির বেশি গান পাউডার ও আটটি হাতবোমা উদ্ধার করা হয়। আটক নারীর নাম লাভলী বেগম (২২)। তিনি ওই বাড়ির মালিক সাইফুল ইসলামের স্ত্রী।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩-এর দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মাহমুদ আল রাজু জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে র্যাবের এএসপি আলমগীরের নেতৃত্বে র্যাব সদস্যরা হিলি সীমান্তের মধ্য বাসুদেবপুরের স্টেশন রোড এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় সাইদুল ইসলামে বাড়িতে তল্লাশি চালিয়ে এক কেজি ২৮০ গ্রাম গান পাউডার ও আটটি হাতবোমা উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে সাইদুল পালিয়ে যাওয়ায় তাঁর স্ত্রী লাভলী বেগমকে আটক করা হয়। এ ঘটনার সঙ্গে তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই জড়িত বলে দাবি করেন এই র্যাব কর্মকর্তা।