দিনাজপুরে রিকশাভ্যান চালকের লাশ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে এক রিকশাভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শুক্রবার গভীর রাতে ভোগনগর ইউনিয়নের বলেয়া-সিংড়া শালবন সড়কের নর্তডাঙ্গী মাদ্রাসা এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে রাত ২টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত রিকশাভ্যান চালকের নাম শরিফুল ইসলাম (২৮)। তিনি ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের বাসিন্দা।
বীরগঞ্জ থানার উপপরিদর্শক আজম হোসেন প্রধান জানান, নর্তডাঙ্গী মাদ্রাসা এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে গত রাতেই লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আজ শনিবার ভোরে নিহত শরিফুলের পরিবারের লোকজন লাশটি শনাক্ত করেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
ব্যাটারিচালিত রিকশাভ্যানটি ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা শরিফুলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান উপপরিদর্শক। ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।