গোসল করতে নেমে ৩ ছাত্রের মৃত্যু
দিনাজপুরের পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে তিন ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে ওই তিন ছাত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে বিকেল ৪টার দিতে তাদের লাশ উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলো পাহাড়পুর এলাকার তোজাম্মেল হকের ছেলে ও দিনাজপুর জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র আবিদ বিন তূর্য (১৪), একই এলাকার বাসিন্দা ও সিটি কলেজের প্রথম বর্ষের ছাত্র মাসুদ আবদুল্লাহ (১৮) এবং বালুয়াডাঙ্গা এলাকার আহসানুল হক চৌধুরী ছেলে ও দিনাজপুর হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান পলাশ (১৭)।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, দুপুরে ওই তিন ছাত্র সদর ও বিরল উপজেলার সীমান্তবর্তী কাঞ্চন সেতু এলাকায় গোসল করতে নামে। হঠাৎ করেই তিনজন ডুবে যায়।
পরে স্থানীয়রা পুলিশ ও সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে তিনজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।