হাকিমপুরে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেপ্তার
দিনাজপুরের হাকিমপুর উপজেলা থেকে ভারতীয় ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা দুজনেই স্থানীয় মাদক ব্যবসায়ী বলে দাবি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাকিমপুরের বড়চড়া গ্রামের এরফান (৩০) ও জহুরুল ইসলাম (২৬)।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম জানান, ভারত থেকে ফেনসিডিল পাচার করে এনে ওই দুই মাদক ব্যবসায়ী বাড়িতে মজুদ করছেন বলে বিজিবির কাছে খবর আসে। এ তথ্যের ভিত্তিতে আজ রোববার ভোরে সেখানে অভিযান চালান বিজিবির সদস্যরা। এ সময় এরফান ও জহুরুলের বাড়ি থেকে ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা ফেনসিডিলের মূল্য এক লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি মামলা করা হয়েছে।