ভারতের স্বাধীনতা দিবসে বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়
ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) শুভেচ্ছা জানিয়ে মিষ্টি দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এ সময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয় এবং মিষ্টি উপহার দেওয়া হয়।
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় হিলি সীমান্তের আন্তর্জাতিক চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী মিষ্টি বিনিময় করে। এ সময় দুই বাহিনীর সেক্টর পর্যায়ের কর্মকর্তারা ছাড়াও দুই দেশের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ভারতের হিলি ও বকশীগঞ্জ বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার রহিদ শর্মা ও জামিল বাদশা জানান, বিএসএফের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার, জয়পুরহাট-৩ ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নামে মিষ্টির তিনটি প্যাকেট দেওয়া হয়।
অন্যদিকে হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকেও এ সময় বিএসএফের পতিরাম ৭৫ এবং ১৯৯ ব্যাটালিয়ন অধিনায়ক ও হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নামে তিনটি মিষ্টির প্যাকেটসহ শুভেচ্ছাবার্তা তুলে দেওয়া হয়।
উভয় বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যেই এই মিষ্টি বিনিময় করা হয়েছে।