জাতীয় শোক দিবসে রক্ত দিলেন এমপি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নিজের শরীরের এক ব্যাগ রক্ত দিয়েছেন দিনাজপুর- ৬ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) মো. শিবলী সাদিক।
আজ সোমবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সন্ধানী দিনাজপুর মেডিকেল কলেজ ইউনিটের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে নিজের রক্ত দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য শিবলী সাদিক।
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশিদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রেজাউল করিম বারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, কুশদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সায়েম সবুজ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সন্ধানী ইউনিটের সভাপতি ইশরাক শাহরিয়ার এনজেল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মিলন প্রমুখ।
এদিকে আজ সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার দিনাজপুর শহরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরীসহ অন্যরা।