দিনাজপুরে শিবির সন্দেহে ১১ শিক্ষক আটক
দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকার পৃথিবী কোচিং সেন্টার থেকে ইসলামী ছাত্রশিবির কর্মী সন্দেহে ১১ শিক্ষককে আটক করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ‘জিহাদি’ বই উদ্ধার করা হয় বলে দাবি করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদয়ানুল করিম জানান, আজ মঙ্গলবার দুপুরে শহরের পাহাড়পুর এলাকার পৃথিবী কোচিং সেন্টার থেকে শিবিরকর্মী সন্দেহে ১১ শিক্ষককে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুর সদর উপজেলার দামদোরপুর গ্রামের মনিরুজ্জামান মনির (২৪) ও মালাহার চৌধুরীপাড়ার ইমতিয়াজ হোসেন (২২), বোচাগঞ্জ উপজেলার ছোটবালীহারা গ্রামের হাবিবুর রহমান (২৬), হাকিমপুর উপজেলার ছোট ডাঙ্গাপাড়ার তোজাম্মেল হক বকুল (২৮), বিরল উপজেলার পাইকপাড়া গ্রামের জুয়েল রানা (২৩) ও চিরিরবন্দর উপজেলার আংগার মুহা. গ্রামের তানজিরুল ইসলাম (২২), পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়ার ইসাহাক আলী (২৫), ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাইদুর ইসলাম (২৫) ও একই উপজেলার চেনমারি গ্রামের মোহাম্মদ আলী (২৪), নীলফামারীর জলঢাকা উপজেলার আরাজী বালাপাড়ার মনজুরুল ইসলাম (২৬) এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ববুয়াল গ্রামের আবদুল করিম ওরফে রেজাউল করিম (২২)।
পুলিশের দাবি, তাঁরা সবাই শিবিরের নেতাকর্মী। তাঁদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।