দিনাজপুরে বিপুল গরু মোটাতাজাকরণ বড়ি জব্দ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার বিশাপাড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ বিপুল গরু মোটাতাজাকরণ ভারতীয় বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব বড়ি জব্দ করা হয়েছে।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল বিশাপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় চোরাচালানিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে এসব বড়ির বস্তা রেখে পালিয়ে যায়।
পরে সেখান থেকে প্যাকটিন বড়ি এক লাখ ৩৩ হাজার পিস, সেটম্যাক্স বড়ি ৪৫ হাজার ৬০০ পিস এবং নিমো বড়ি এক লাখ ৪৮ হাজার পিস জব্দ করে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
বিজিবি কর্মকর্তা জানান, এসব বড়ির মূল্য আনুমানিক ৬৫ লাখ ৩২ হাজার টাকা।