পাঁচবিবি থেকে অস্ত্র গুলি উদ্ধার
বিজিবির দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাসুদেবপুর সীমান্ত বিওপি ক্যাম্পের সদস্যরা একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করেছে। বুধবার রাত ৯টায় জয়পুরহাটের পাঁচবিবির আটাপাড়া রেলগেটে হিলি-জয়পুরহাটগামী একটি বাস তল্লাশি করে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে।
বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রফিকুল ইসলাম জানান, ক্যাম্পে সংবাদ আসে ভীমপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া জয়পুরহাটগামী একটি বাসে অস্ত্র-গুলি পাচার করা হচ্ছে। এ সময় বিজিবি সদস্যদের নিয়ে আটাপাড়া রেলগেটে অবস্থান নেন। বাসটি কাছাকাছি এলে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সিটের ওপরে বাংকার থেকে পরিত্যক্ত অবস্থায় জাপানের তৈরি একটি নাইন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও আটটি গুলি উদ্ধার করা হয়।
এদিকে জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অপস অফিসার মেজর এম আশরাফ আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেছেন।