হিলি সীমান্তে ‘রাখি উৎসব’
সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে উদযাপিত হলো ‘রাখিবন্ধন উৎসব’।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সীমান্তের চেকপোস্টের শূন্য আঙিনায় এই রাখিবন্ধন উৎসবের আয়োজন করেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের সদস্যরা।
এ সময় চেকপোস্টে কর্তব্যরত বিজিবি ও বিএসএফ সদস্যরা একে অপরকে হাতে রাখি পরিয়ে দেন। এ ছাড়া সীমান্তের দুই পারের মানুষরাও এই উৎসবে অংশ নেয়। তারাও একে অপরকে পরিয়ে দেয় রাখি।
আর এ কারণে কিছুক্ষণের জন্য হলেও মিলনমেলায় পরিণত হয় হিলি চেকপোস্ট আঙিনা।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবির হাবিলদার আলমগীর হোসেন, বিএসএফের কোম্পানি কমান্ডার জামিল বাদশা প্রমুখ।