হিলি চেকপোস্টে ভারতের রাষ্ট্রপতির ছেলে
দিনাজপুরের হিলি সীমান্তের চেকপোস্ট এলাকা পরিদর্শন করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে সংসদ সদস্য অভিজিৎ মুখার্জি। এ সময় চেকপোস্টে দায়িত্বরত দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের সদস্যরা তাঁকে স্বাগত জানান।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপস অফিসার মেজর এম আশরাফ আলী জানান, আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে ও সংসদ সদস্য অভিজিৎ মুখার্জি ব্যক্তিগত সফরে কয়েকজনকে সঙ্গে নিয়ে হিলি সীমান্তের চেকপোস্টে আসেন।
এ সময় অভিজিৎ মুখার্জিকে চেকপোস্টে দায়িত্বরত বিজিবি ও বিএসএফের সদস্যরা স্বাগত জানান।
চেকপোস্ট এলাকা পরিদর্শনকালে ভারতের রাষ্ট্রপতির ছেলের সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ও বিএসএফের কর্মকর্তারা। সেখানে কিছু সময় অবস্থান করার পর তিনি বালুরঘাটের দিকে রওনা দেন।
এ দিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিজিৎ মুখার্জি সীমানা পোস্টের কাছে ছবি তুলেন। তবে তাঁর সফর সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।