হাকিমপুরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী অনুষ্ঠান
দিনাজপুরের হাকিমপুর উপজেলা শাখা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টায় উপজেলার সিপি রোডের আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় নেতা-কর্মীরা এক শোকর্যালি বের করে। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
এ ছাড়া পৌর ও ইউনিয়ন শাখা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পরিষদে এসে মূল অনুষ্ঠানে মিলিত হয়। মিছিলে স্থানীয় সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সব পর্যায়ের নেতারা অংশ নেন।
এরপর বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভার অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ডাবলু ও সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ি হারুন উর রশিদ হারুন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা হোসনে আরা ফেন্সি এবং শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমানসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেখে স্বাধীনতা বিরোধীরা দেশে জঙ্গি হামলাসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য কোনোদিনই সফল হবে না।