হাকিমপুরে বাড়ি পেলেন বীর মুক্তিযোদ্ধা
মহান মুক্তিযুদ্ধে বিরোচিত অবদানের জন্য দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আনছার আলীকে একটি বাড়ি উপহার দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে এই বাড়ির চাবি হস্থান্তর করেন দিনাজপুর- ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
এরপর দোয়ার মাধ্যমে মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুরসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতারা।
হাকিমপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা প্রকৌশল কার্যালয়ের বাস্তবায়নে আট লাখ টাকা ব্যয়ে পাঁচ শতক জমির ওপর তিনটি কক্ষ ও একটি বাথরুমসহ বাড়িটি নির্মাণ করা হয়।