রাজবাড়ির পথে কান্তজিউ বিগ্রহ
রাজপরিবারের প্রথা অনুযায়ী দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির থেকে শ্রীশ্রী কান্তজিউ বিগ্রহ (মূর্তি) নৌপথে দিনাজপুর শহরের রাজবাড়িতে পৌঁছাবে। আজ বুধবার রাত ১২টায় শ্রীশ্রী কান্তজিউ বিগ্রহ দিনাজপুরের কান্তজিউ মন্দিরে স্থাপন করা হবে।
এর আগে সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক কান্তনগর মন্দির থেকে পূজা-অর্চনা শেষে কান্তজিউ বিগ্রহ ঢেপা নদীর কান্তনগর ঘাটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিশাল নৌবহর নিয়ে যাত্রা শুরু হয় দিনাজপুর শহরের সাধুঘাটের উদ্দেশে।
দীর্ঘ প্রায় ২৫ কিলোমিটার নদীপথে নৌকাযোগে দিনাজপুর আসার সময় সনাতন ধর্মাবলম্বী লাখ লাখ ভক্ত নদীর দুই কুলে কান্তজিউ বিগ্রহকে দর্শনের জন্য ভিড় জমায়। বিভিন্ন এলাকা থেকে আসা হিন্দু পুণ্যার্থীরা শ্রীশ্রী কান্তজিউ বিগ্রহকে উৎসর্গ করার জন্য ফল, দুধ ও অন্যান্য অর্ঘ্য নিয়ে আসেন।
জানা যায়, কান্তনগর ঘাট থেকে দিনাজপুর শহরের সাধুরঘাট পর্যন্ত ৩০টি ঘাটে কান্তজিউ বিগ্রহ বহনকারী নৌকা ভিড়ানো হয়। এ কারণে বিভিন্ন ঘাটে ও শহরের বিভিন্ন স্থানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
প্রতিটি ঘাটেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রাখা হয়। রাত সাড়ে ৮টায় কান্তজিউ বিগ্রহ সাধুঘাটে এসে পৌঁছালে দিনাজপুর রাজদেবোত্তর এস্টেটের সভাপতি ও জেলা প্রশাসক মীর খায়রুল আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিগ্রহ গ্রহণ করবেন। পরে বিগ্রহটি শহরের বিভিন্ন মন্দিরে পূজা-অর্চনা শেষে রাজবাড়ি কান্তজিউ মন্দিরে স্থাপন করা হবে।
প্রথা অনুযায়ী, কান্তজিউ বিগ্রহ নয় মাস কান্তনগর মন্দিরে এবং তিন মাস দিনাজপুরের শহরের রাজবাড়িতে অবস্থান করেন। যুগ যুগ ধরে এই নিয়ম চলে আসছে। এই তিন মাসে রাজবাড়িতে প্রতিদিন প্রভাতি নামকীর্তন ও প্রতি বাংলা মাসের প্রথম শনিবার কমিটির পক্ষ থেকে ভোগের ব্যবস্থা করা হয়। এ ছাড়া বিভিন্ন ভক্ত প্রতিদিন ভোগের ব্যবস্থা করেন।