দিনাজপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে এ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বাসুনিয়া পট্টি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ।