৬৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
দিনাজপুরের হিলি সীমান্তের বাংলাহিলি বাজার ও চুড়িপট্টি এলাকা থেকে পৃথক দুটি অভিযানে ভারতীয় শাড়ি, চিনি, লবণ ও জিরা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মূল্য ৬৭ লাখ ৪৩ হাজার টাকা।
জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর এম আশরাফ আলী জানান, বাসুদেবপুর বিওপি ক্যাম্পের টহলদল আজ শনিবার ভোরে হিলি সীমান্তের চুড়িপট্টি মোড় থেকে ১৬০টি ভারতীয় শাড়ি আটক করে, যার মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।
অন্যদিকে আজ বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত বাংলাহিলি বাজারে দুই ঘণ্টাব্যাপী চোরাচালানবিরোধী অভিযান চালায় হিলি সিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। এ সময় বাজারের কয়েকটি দোকান থেকে ভারত থেকে পাচার হয়ে আসা চিনি দুই হাজার ২৩০ কেজি, পাঁচ হাজার ৭৭৫ কেজি বিট লবণ ও ৩৫০ কেজি জিরা আটক করা হয়। যার মূল্য ৬১ লাখ তিন হাজার টাকা। আটককৃত এসব মালামাল হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।