দিনাজপুরে বিএনপির পদবঞ্চিতদের বিক্ষোভ
দিনাজপুরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পদবঞ্চিতরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ করেন।
পদবঞ্চিতরা অভিযোগ করেন, আহ্বায়ক কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের স্থান দেওয়া হয়নি। অবিলম্বে ত্যাগী নেতাকর্মীদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা। এর পাশাপাশি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন।
বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা ছাত্রদলের সদস্য সচিব মোকসেদুল ইসলাম টুটুল ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান সরকারসহ অন্য নেতারা।
উল্লেখ্য, গতকাল সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।