হাকিমপুরের ২৫৫ পরিবার পেল বিদ্যুৎ সংযোগ
দিনাজপুরের হাকিমপুর উপজেলার চারটি গ্রামের ২৫৫টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক।
এ উপলক্ষে উপজেলার উত্তর সাদুড়িয়া গ্রামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক হারুন উর রশিদ হারুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র কামাল হোসেন রাজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাফিজুর রহমান ও আলীহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর সহকারী মহাব্যবস্থাপক (সদস্য সেবা) মো. রফিক উদ্দিন জানান, উপজেলার বৈগ্রাম, উত্তর সাদুড়িয়া, দক্ষিন শাহজাদপুর ও ঘাসুরিয়া গ্রামের ২৫৫টি পরিবারকে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে।
এদিকে বিদ্যুৎ সংযোগ পেয়ে কয়েকজন জানান, তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও বিদ্যুতের কোনো সংযোগ পাননি। বিষয়টি স্থানীয় এমপি শিবলী সাদিককে জানালে তিনি তাঁদের ঘরকে আলোকিত করার জন্য তাৎক্ষণিকভাবে বিদ্যুতের সংযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তাঁর নির্দেশে অল্প সময়ের মধ্যে আজ তাঁরা বিদ্যুৎ সংযোগ পেয়েছেন।