বিএসএফকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাল বিজিবি
হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দুপুর ২টায় দিনাজপুরের হিলি চেকপোস্টের জিরো পয়েন্টে বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার আবু নাছের মিষ্টির ছয়টি প্যাকেট তুলে দেন ভারতের হিলি বিএসএফের এসআই উপেন্দ্র কুমার সিংয়ের হাতে।
এ সময় বিএসএফের এই কর্মকর্তাকে বিজিবির পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানানো হয়। জিরো পয়েন্টে দুটি দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।