পাথরবোঝাই ট্রাক উল্টে দুই মাছ বিক্রেতা নিহত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক উল্টে দুই ইলিশ মাছ বিক্রেতা নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আবদুল মান্নান (৩০) ও শাহজাহান (২৬)। তাঁদের মধ্যে আবদুল মান্নান কিশোরগঞ্জের ইটনা উপজেলার কালিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে। আর শাহজাহান একই গ্রামের তাজুল মিয়ার ছেলে।
আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাঁদের পরিচয় জানা যায়নি। তাঁদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, কিশোরগঞ্জ থেকে ২০ জন মাছ বিক্রেতা ঠাকুগাঁওয়ে ইলিশ বিক্রি করতে এসেছিলেন। মাছ বিক্রি শেষে ঠাকুরগাঁও থেকে ট্রাকে পাথর নিয়ে টাঙ্গাইলের এলেঙ্গা যাচ্ছিলেন তাঁদের কয়েকজন। পথে নবাবগঞ্জের মতিহারা পরানদিঘি এলাকায় রাস্তার পাশে উল্টে ট্রাকটি একটি ডোবায় পড়ে। এতে ঘটনাস্থলেই মান্নান ও শাহজাহান নিহত হন।
এসআই আরো জানান, ঘটনার পর থেকে ট্রাকের চালক ও সহকারী পলাতক।