হিলি সীমান্তে ফেনসিডিল, শাড়িসহ ৫ জন আটক
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, শাড়ি ও নারিকেল তেলসহ পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে তিনজন নারী।
আটকরা হলেন উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকার জহুরুল ইসলাম (৩০), মঞ্জু আরা বেগম (৩০), রহিমা বেগম (৫০), ইসমত আরা (২৫) ও কালু মিয়া (২৫)।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্পের কমান্ডার গোলাম মোস্তফা জানান, আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার জিলাপীপট্টি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৯৯ বোতল ফেনসিডিল, ৬০টি ভারতীয় শার্ট পিস এবং বিভিন্ন প্রকারের ১২০টি নারিকেলের তেলের বোতল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
অপরদিকে বিজিবি হিলি সিপি ক্যাম্পের সুবেদার আবদুল মান্নান জানান, বিজিবি সদস্যরা আজ সকালে সীমান্তের চুড়িপট্টি এলাকা থেকে ২৫৩টি ভারতীয় শাড়ি ও ১০টি থ্রি-পিসসহ কালু মিয়াকে আটক করে।