হাকিমপুর মহিলা কলেজের ১৪ শিক্ষার্থীকে বৃত্তি
দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে তাফসিরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ড থেকে বৃত্তি দেওয়া হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মরহুম সৈয়দ ইশতিয়াক আহমেদের মা তাফসিরুন্নেসার নামে এই বৃত্তি দেওয়া হয়। ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ প্রধান অতিথি হিসেবে আজ সোমবার শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করেন।
দুপুর ২টায় হাকিমপুর মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট কবীর উদ্দীন মণ্ডল। প্রভাষক এস এম হায়দারের সঞ্চালনায় বক্তব্য দেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য হারুন উর রশীদ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদ, সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, তাঁর বাবা তৎকালীন ভারতের হিলির রমনাথ হাইস্কুলের শিক্ষার্থী ছিলেন। সেই সূত্রেই এপারের হিলির সঙ্গে তাঁদের পরিবারের সম্পর্ক ছিল নিবিড়। তাঁর পরিবারের স্মৃতি ধরে রাখতেই এলাকার নারী শিক্ষার উন্নয়নে দাদির নামে ২০০২ সাল থেকে হাকিমপুর মহিলা কলেজে বৃত্তি চালু করা হয়েছে। আগামী বছর থেকে দাদির পাশাপাশি দাদা সৈয়দ জাফর আহমেদের নামেও বৃত্তি দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ জানান, এ বছর ১৪ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হলো।