হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যান্ড প্রদর্শনী
দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে যৌথ ব্যান্ড প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সীমান্তরক্ষী এই দুই বাহিনীর নিজ নিজ ঐতিহ্য নিজেদের মধ্যে মেলাতে এবং সীমান্তে সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হিলিতে এই প্রথমবারের মতো এই ধরনের আয়োজন করে উভয় বাহিনী।
এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সীমান্তের জিরো পয়েন্টে চলে যৌথ প্রদর্শনী।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জয়পুরহাটে ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান, ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসিব এবং পতিরাম- ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক অলকেশ সিনহা।
অনুষ্ঠান শেষে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বিজিবি ও বিএসএফের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ব্যান্ড দল প্রতিটি ইউনিটের একটি ঐতিহ্য। ভ্রাতৃত্ব ও ঐতিহ্যের মিশেলে সীমান্ত ব্যবস্থাপনা আরো উন্নত করতে আমাদের মধ্যে এ আয়োজন। স্বাধীনতার পর এ ধরনের আয়োজন হিলি সীমান্তে এটিই প্রথম। প্রদর্শনীতে দুই দেশের ব্যান্ড দল দেশাত্মবোধক গান ও যন্ত্র সংগীত প্রদর্শন করে। এ ছাড়া উভয় দেশের স্থানীয় শিল্পীরা নৃত্য পরিবেশন করে।
প্রথমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা গেছে। অনুষ্ঠানটি উপভোগ করতে সকাল থেকেই দুই দেশের স্থানীয় লোকজন আয়োজন স্থলে ভিড় করে।