দিনাজপুরে ট্রাকের ধাক্কায় কলেজশিক্ষক নিহত
দিনাজপুর-দশমাইল মহাসড়কের বাঁশেরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাঁশেরহাট এলাকার নিলুফা অটো রাইসমিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, দিনাজপুর শহর থেকে মোটরসাইকেলে করে খানসামা এলাকার দিকে যাওয়ার সময় বাঁশেরহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক শিক্ষকের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে কোতোয়ালি থানায় আনা হয়েছে বলে জানান তিনি।