অবৈধভাবে বাংলাদেশে এসে ৩৭ মাস জেলে
অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ৩৭ মাস জেলে কাটানোর পর নিজ দেশে ফিরে গেলেন উদয় বর্মণ (৪৫) নামে এক ভারতীয় নাগরিক। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তাকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান জানান, ২০১৩ সালে হিলি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেন ভারতের নাগরিক উদয় বর্মণ। এ সময় তাঁর কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হন তিনি।
এ ঘটনায় হিলি সিপি ক্যাম্পের বিজিবি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করেন। পরবর্তীতে দিনাজপুর আদালত তাঁকে অনুপ্রবেশের অভিযোগে ৩ বছরের সাজা দেন।
ওসি মো. রফিকুজ্জামান আরও জানান, দিনাজপুর জেলা কারাগারে গত মাসে উদয়ের ৩ বছরের সাজার মেয়াদ শেষ হয়। এরপর তাকে দেশে ফেরতে আইনী প্রক্রিয়া শুরু করেন জেলা কারাগার কর্তৃপক্ষ। এই প্রক্রিয়ার মাধ্যমে মঙ্গলবার তাঁকে ভারতের হিলি চেকপোস্ট অভিবাসন পুলিশের কর্মকর্তা মো. নাসির হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল মান্নান জানান, উদয়কে হস্তান্তরের সময় চেকপোস্টে বিজিবি ও বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদয় বর্মণ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রাজনগর কলোনীপাড়ার প্রনব নাথ বর্মনের ছেলে বলে জানায় হিলি চেকপোস্ট অভিবাসন কার্যালয়।
এদিকে উদয় বর্মণ এনটিভি অনলাইনকে বলেন, ‘অবৈধভাবে বাংলাদেশে এসে আমি যে ভুল করেছিলাম, আমার মতো কেউ যেন সেই ভুল না করেন। বৈধভাবে বাংলাদেশে আসলে আমার জীবনের এই ৩৭ মাস জেলে কাটাতে হতো না।’