হিলি সীমান্তে ভারতীয় থ্রি-পিসসহ একজন আটক
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তসংলগ্ন এলাকা থেকে একটি পিকআপভ্যানবোঝাই ভারতীয় থ্রি-পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে পিকআপভ্যানের চালক আবদুস সালামকে (২৬) আটক করা হয়েছে।
আজ শনিবার ভোর পৌনে ৬টার দিকে পিকআপভ্যানসহ একজনকে আটক করা হয়।
আটক চালক আবদুস সালামের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খলশীগাড়ী গ্রামে।
বিজিবির দাবি, আটককৃত থ্রি-পিসের মূল্য প্রায় ৩৮ লাখ টাকা।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল মান্নান জানান,
আজ ভোরে হিলি সীমান্ত এলাকার ওপর দিয়ে বগুড়ায় ভারতীয় থ্রি-পিস পাচার করা হচ্ছে বলে খবর পাওয়া যায়। এর পর হিলি সীমান্তসংলগ্ন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর এলাকায় তাঁর নেতৃত্বে অভিযানে যান বিজিবি সদস্যরা। সকাল পৌনে ৬টায় সোনাপুর এলাকায় একটি পিকআপভ্যানে থ্রিপিসের আটটি গাইট নিয়ে যাওয়ার পথে পিকআপভ্যানটি আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় কৌশলে থ্রি-পিসগুলোর মালিক পালিয়ে যায়। সেখান থেকে ভারতীয় ৮১৯টি থ্রি-পিস ও পিকআপভ্যান জব্দ করা হয়।
চালক আবদুস সালাম জানান, ভোরে পিকআপভ্যানটি নিয়ে হিলি বন্দরে ভারতীয় আমদানিকৃত পেঁয়াজ নেওয়ার জন্য যান তিনি। পরে সোনাপুর এলাকায় পৌঁছালে তাঁর পিকআপভ্যানটি থামিয়ে কয়েকজন অপরিচিত লোক ভারতীয় থ্রিপিসের ৮টি গাইট চাঁনপাড়া এলাকায় পৌঁছে দিতে বলে। এক হাজার টাকায় ভাড়া ঠিক করে থ্রিপিস নিয়ে যাওয়ার পথে বিজিবি তাঁকে আটক করে।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত ভারতীয় থ্রি-পিসের মালিক হিলির মধ্যবাসুদেবপুর এলাকার গাজী নামের এক চোরাচালানি। বিজিবি তাঁকে আটকের চেষ্টা চালাচ্ছে।