দিনাজপুরে নদী থেকে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের আত্রাই নদীর বটতলা ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জয়রাম স্বপন (১৪) উপজেলার নিজপাড়া গ্রামের সুধীর চন্দ্র রায়ের ছেলে।
বীরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল লতিফ জানান, গতকাল শুক্রবার বাড়ির অদূরে সাদুল্লাপাড়া গ্রামে বাঁশবাগানে কাজ করতে যান সুধীরের পরিবারের সদস্যরা। সে সময় তারা প্রতিবন্ধী জয়রামকে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু জয়রাম আর বাড়ি ফেরেনি। আজ ভোরে জেলেরা নদীতে জাল ফেললে তার লাশ দেখতে পায়। তারা পুলিশে খবর দেয়।
এএসআই আরো জানান, জয়রাম শারীরিক প্রতিবন্ধী বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।