দিনাজপুরে হাসপাতাল থেকে লাফিয়ে রোগীর ‘আত্মহত্যা’
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে মো. মাহাবুব আলম (৩২) নামের এক রোগী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহাবুবের বাড়ি দিনাজপুর শহরের নিমতলা এলাকা।
হাসপাতালের ওয়ার্ডবয় মো. মাসুদ জানান, গত ১৫ অক্টোবর আলসার রোগ নিয়ে দিনাজপুর মেডিকেলে ভর্তি হন মো. মাহাবুব আলম। হাসপাতালের তৃতীয় তলার সার্জারি বিভাগে ২৩ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল রোববার দিবাগত রাত ৩টায় পেটের ব্যথায় বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালের পরিচালক ডা. মো. আমীর আলী জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। মাহাবুব আলম মাদকাসক্ত ছিলেন বলেও জানান তিনি।
এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউর রহমান বলেন, ঘটনার রাতে তাঁর স্ত্রী পাশেই ঘুমিয়ে ছিলেন। প্রাথমিকভাবে পেটের ব্যথায় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।