পার্বতীপুরে শিশু ধর্ষণের মামলায় সাইফুল রিমান্ডে
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাঁচ বছরের শিশু ধর্ষণের আলোচিত মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর আমলী আদালত ৫-এর বিচারক জ্যেষ্ঠ বিচারিক হাকিম কৃষ্ণ কমল রায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ড মঞ্জুর করেন।
দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক সোহরাওয়ার্দী জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন জানালে বিচারক সাইফুলের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। এ দিন আসামি সাইফুলের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। নির্যাতনের শিকার শিশুটির পক্ষে আদালতে শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সলিমুল্লাহ খানসহ একাধিক আইনজীবী।
এ দিন মামলার শুনানির সময় শত শত মানুষ আদালত চত্বরে হাজির হয়। তারা আসামি সাইফুলের বিচার দাবিতে স্লোগান দেয়।
গত ১৮ অক্টোবর সকালে বাড়ির বাইরে খেলতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় শিশুটি। পরের দিন ভোর ৬টার দিকে বাড়ির পাশের একটি হলুদক্ষেত থেকে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
শিশুটিকে নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। শিশুটির চিকিৎসার জন্য ঢামেক কর্তৃপক্ষ একটি মেডিকেল টিম গঠন করে। চিকিৎসকরা শিশুটির অঙ্গহানির আশঙ্কা করছেন।
ঘটনার দুদিন পর নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে একই গ্রামের সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। শিশুটির বাবা উপজেলার রামপুর ইউনিয়নের জমিরহাট এলাকার তকেয়াপাড়ার বাসিন্দা।
২৪ অক্টোবর দিনাজপুর সদরের গোড়-এ শহীদ বড় ময়দান থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
সাইফুলের রিমান্ড মঞ্জুর করায় সন্তোষ প্রকাশ করেছেন শিশুটির চাচা।