দিনাজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জেলা যুবদল বিভিন্ন কর্মসূচি পালন করে।
গতকাল রাতে জেলা বিএনপি কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসেন, আক্তারুজ্জামান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. কামরুজ্জামান, শ্রমিক দলের সভাপতি সাইফুর রাজ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক শামসুজ্জামান খোকা, তাঁতী দলের পৌর আহ্বায়ক লাবু চৌধুরী, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মোন্নাফ মুকুল, কাউন্সিলর এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ, রাশেদুজ্জামান রাশেদ, সোহেল নিশাত, কোতোয়ালি যুবদলের সাবেক সভাপতি সালেহুর ইসলাম বাবু, মেরাজ, মান্নান, জাহিদ, যুবনেতা মো. শাহিন, সাবান আলী, মনসুর মোর্শেদ সুমন, শহীদুল ইসলাম সাজু, মিজানুর রহমান মুকুল, জনি, সঞ্জু, আশরাফুল, জেমস, জুলহাস, রুবেল, আজিম, মোস্তাক, সবুর, জনি, লিটার।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার পুরো দেশকে জেলখানায় রূপান্তর করেছে। আজ কোথাও শান্তি নেই, কারো জীবনের নিরাপত্তা নেই। সরকার উন্নয়নের নামে দেশে দুর্নীতির মহোৎসব শুরু করেছে। বিরোধী দল নির্মূলে হামলা-মামলা ও জেল-জুলুমের অন্যায় পথ বেছে নিয়েছে। বিএনপি তথা দেশপ্রেমিক শক্তিকে উৎখাতে স্বৈরাচারী-বাকশালী সরকার দেশকে কসাইখানায় পরিণত করেছে।
সবাইকে সব ভেদাভেদ ভুলে আন্দোলনের জন্য রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে জেলা বিএনপির নেতারা বলেন, বড় দল হিসেবে দলের মধ্যে ছোটখাটো মতপার্থক্য থাকলেও আজ এ নিয়ে বিতর্কের সুযোগ নেই। সবাইকে এক কাতারে এসে জাতির প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে তথা দেশমাতৃকার প্রয়োজনে দেশনেত্রীর ডাকে সাড়া দিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।