ভিসা পেয়েছেন, রাতেই শিলং যাচ্ছেন সালাহ উদ্দিনের স্ত্রী
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ভারতের ভিসা পেয়েছেন। স্বামীকে দেখতে আজ রোববার রাতেই তিনি মেঘালয় রাজ্যের শিলংয়ের উদ্দেশে রওনা হচ্ছেন। রাত পৌনে ১০টায় এয়ার ইন্ডিয়ার একটি বিমানে কলকাতা হয়ে তিনি শিলং যাবেন। এরই মধ্যে হাসিনা আহমেদ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান এনটিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ রোববার বিকেলে সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদকে ভারতীয় কর্তৃপক্ষ ভিসা দিয়েছেন। তিনি আজ রাতেই স্বামীর সাথে সাক্ষাতের জন্য শিলংয়ের উদ্দেশে রওনা হবেন।’
গত ১১ মে শিলংয়ের গলফ লিংক এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশে ৬৩ দিন ধরে নিখোঁজ থাকা বিএনপি নেতা সালাহ উদ্দিনকে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। এখন তিনি শিলং সিভিল হাসপাতালে কারাবন্দীদের জন্য নির্ধারিত সেলে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে কিডনি, লিভার ও হৃদযন্ত্রের সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি।
এরই মধ্যে বিএনপি নেতার সাথে দলটির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও তাঁর এক আত্মীয় দেখা করেছেন। এছাড়াও সালাহ উদ্দিন আহমেদের ব্যাপারে খবর সংগ্রহ করতে শুক্রবার সকালে ঢাকা ও কলকাতা থেকে বেশকিছু গণমাধ্যমকর্মী শিলংয়ে এসে পৌঁছেছেন। তাঁরা সালাহ উদ্দিন আহমেদের সাথে দেখা করতে চাইলেও পুলিশ তাঁদের অনুমতি দিচ্ছে না।
গত ১০ মার্চ থেকে ‘নিখোঁজ ছিলেন’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁর পরিবার ও দলটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।
তবে সালাহ উদ্দিন আহমেদকে আটক করা হয়নি বলে দাবি করে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।