হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের মিডিয়া কো-অর্ডিনেটর ইমতিয়াজ (৪২) সেলিমকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শুক্রবার (৪ অক্টোবর) ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ইমতিয়াজকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
তাকে ঢাকার আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলেও জানান উপকমিশনার।
ডিএমপির এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার হওয়া ইমতিয়াজ শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি। তার বিরুদ্ধে পল্লবী ও খিলগাঁও থানায় যথাক্রমে দুটি মামলা রয়েছে। আরও তিনটি মামলায় তার বিচার চলছে।