নিখোঁজ রাজুর সন্ধান চায় তার পরিবার
মো. রাজু নামে ২৭ বছরের এক যুবক গত ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে হারিয়ে গেছে। তিনি সেখানে মানসকি স্বাস্থ্য বিভাগে ডাক্তার দেখানোর জন্য অপেক্ষা করছিলেন। এক পর্যায়ে তিনি সেখান থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায়নি।
মো. রাজুর বাবার নাম সামছুল আলম, মায়ের নাম নাজমা আক্তার। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ১৬ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মতিন চেয়ারম্যান পাটোয়ারী বাড়ির বাসিন্দা।
মো. রাজুর নিখোঁজেন বিষয়ে মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি করা (জিডি) হয়েছে। জিডি নম্বর ৯১৩/ তারিখ ১৮ ডিসেম্বর ২০২৪।
যদি কেউ তার খোঁজ পেয়ে থাকেন তবে ০১৮৫২৩৯২৭৫৪ (রিয়াজ) ফোন নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।