নিখোঁজ আবিরের সন্ধান চেয়ে থানায় জিডি
রাজধানীর খিলক্ষেতের উত্তরপাড়া নিজ মাদ্রাসা থেকে একাই বের হয় আবির হোসেন মৃধা (১১)। এরপর থেকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। নিখোঁজ আবিরের সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার পরিবার।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) এ জিডি করা হয়। ডায়েরি নং ৮০; জিডি ট্র্যাকিং নং: 5G2VM2।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল পেস্ট কালারের পাঞ্জাবি-পায়জামা, নেভি ব্লু কালারের জ্যাকেট, গলায় সাদা-কালো রঙের মাফলার। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট ৯ ইঞ্চি। স্বাস্থ্য ভালো।
নিখোঁজ আবিরের বাবার নাম-নুরুজ্জামান মৃধা; মায়ের নাম-আয়েশা আক্তার।
আবিরের বাসা খিলক্ষেত থানার মধ্যপাড়া এলাকায়। আবিরের সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
– ০১৭২০-০৪৫১০৩ (বাবা)
– ০১৬২১-১২৭৯৭৯ (মা)
– ০১৮৬০-৪৬৮৬৯৬ (বোন)