মাগুরায় ২৫০ শয্যা সদর হাসপাতালে দুদকের অভিযান
মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করে রোগীদের খাবার ও ওষুধ বিতরণে অনিয়ম পেয়েছে। নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে আজ সোমবার (৩ ডিসেম্বর) দুদক হাসপাতালের রন্ধনশালা, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোর তদন্ত করে।
দুদক এ সময় দেখতে পায় রোগীরা নিম্নমানের খাবার এবং পরিমাণে কম পায়। নিয়মিত রোগীদের ৬০ গ্রাম মাছ সরবরাহ করার কথা থাকলেও পাওয়া যায় মাত্র ৩০ গ্রাম। স্টোরে ওষুধ মজুদ থাকলেও তা ওয়ার্ড ও আউটডোরে কম সরবরাহ করা হয়। মজুদের তুলনায় বেশি ওষুধ স্টোরে পাওয়া যায়।
এ ছাড়া ব্যবস্থাপত্রে উল্লেখিত ওষুধ সরবরাহ না করে ভিন্ন কোম্পানির ওষুধ লেখা হয়। ওয়ার্ডগুলো অপরিচ্ছন্ন-দুর্গন্ধময় এবং নিম্নমানের হওয়ায় দুদকের উপপরিচালক খালিদ মাহমুদ অসন্তোস প্রকাশ করেন।
এ সময় তদন্ত শেষে নানা অনিয়মের বিষয়টি প্রতিবেদন আকারে দুদক কার্যালয়ে পাঠানো হবে বলে মিডিয়াকে জানান দুদকের উপপরিচালক খালিদ মাহমুদ।