মুন্সীগঞ্জে ৫২ দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’
৫২ দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব’ শুরু হয়েছে মুন্সীগঞ্জে। আজ রোববার (৫ জানুয়ারি) সকালে কয়েক শতাধিক মানুষ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জান্নাতুল ফেরদৌস জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সেমিনার, ওয়ার্কশপ, তারুণ্যের মেলা, দেয়ালিকা, প্রবন্ধ প্রতিযোগিতা ইত্যাদি নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে।
কর্মসূচিতে জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল করিম, হরগঙ্গা কলেজের সহকারী অধ্যক্ষ কামরুজ্জামান খান, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দেওয়ান নিজাম উদ্দিন আহমেদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন