চবিতে ছাত্রী নিপীড়নের ঘটনায় জাবিতে মানববন্ধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার ঘটনায় মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। চার দফা দাবিতে আজ শনিবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন করেন তাঁরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো—নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন ও কার্যকর করতে হবে এবং মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করতে হবে। জাবি-চবিসহ সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমার প্রথা বাতিল করতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠান-কর্মস্থলসহ সর্বত্র নারীর নিরাপত্তা সরকারকে নিশ্চিত করতে হবে।’
মানববন্ধনে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মৌটুসী জুবায়দা রহমান বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে আমরা দাঁড়িয়েছি। আমাদের দাবি-দাওয়ার সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির মিল রয়েছে।’
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘ক্ষমতাসীনদের ছত্রছায়ায় কীভাবে ঘটনাগুলো ঘটছে তা সবাই অবগত। অথচ, দোষীদের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও তাদের বাঁচানোর চেষ্টা চলছে।’
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘যদি ওই নারী ভয় পেত, তাহলে এই ঘটনা ধামাচাপা পরে যেত। যদি এই ঘটনা পঞ্চগড়ে বা রাঙামাটিতে হতো, তাহলে এই ঘটনা কেউ জানত না। এই অবস্থা কেন? কারণ, এই সমাজ, এই দেশ নারীকে সন্ধ্যার পর ঘরে ঢুকিয়েই দায়িত্ব শেষ করতে চায়।’