জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পরীক্ষার ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালের প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে।
এ পরীক্ষায় ৩০টি অনার্স বিষয়ে ৭৩৪টি কলেজের ২৫৯টি কেন্দ্রের মাধ্যমে মোট তিন লাখ ৯১ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯৮ হাজার ৭৪ জন মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
প্রকাশিত ফল বিকাল ৪টায় SMS এর মাধ্যমে যেকোনো মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে nuh1 Registration No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd Iww w.nubd.info থেকে জানা যাবে।
এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের একাডেমিক ভবনের সিনেট হলে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৮৬তম সভা অনুষ্ঠিত হয়। সভায় চারজন এমফিল এবং পাঁচজন পিএইচডি ডিগ্রি গবেষককে ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত হয়। ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে কার্যকর চার বছর মেয়াদি এলএলবি (অনার্স), ব্যাচেলর অব স্পোর্টস (অনার্স), কোর্সগুলোর অধিভুক্তি রেগুলেশন, সিলেবাস ও রেগুলেশন অনুমোদন উল্লেখযোগ্য।