পাসে শীর্ষে রাজশাহী, নিচে সিলেট
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পাসের হারের শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। এই বোর্ডে এবার পাসের হার ৮৬ দশমিক শূন্য ৭ শতাংশ।
অন্যদিকে সবচেয়ে কম পাস করেছে সিলেট বোর্ডে। এই বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৪২ শতাংশ।
আজ রোববার দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি পরীক্ষার ফলের নানা দিক নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তাঁর লিখিত বক্তব্যে বিভিন্ন বোর্ডের পাসের হারের কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টানা কয়েক বছর খারাপ ফলের পর এবার কুমিল্লা বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৪০ শতাংশ।
এ ছাড়া এবার সারা দেশে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ, যা গত বছরের চেয়ে ২ দশমিক ৫৮ শতাংশ কম। ২০১৭ সালে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫।
এবার মোট জিপিএ ৫ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬২৯ শিক্ষার্থী। ২০১৭ সালে জিপিএ ৫ পেয়েছে এক লাখ চার হাজার ৭৬১ জন। এবার পাঁচ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী জিপিএ ৫ বেশি বেড়েছে।
গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ও দেশের বাইরে কয়েকটি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের লিখিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত চলে।
এ বছর তিন হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ পরীক্ষার্থী অংশ নেয়। তার মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র। ছাত্রীর সংখ্যা ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন।