পাসের হার : মেয়েরা এগিয়ে
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যা বেশি। তবে পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। অংশগ্রহণকারীদের মধ্যে অবশ্য আটটি সাধারণ শিক্ষা বোর্ডে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি।
এদিকে জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে ছেলেরা।
আজ রোববার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এতে সারা দেশে পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ, যা গত বছরের চেয়ে ২ দশমিক ৫৮ শতাংশ কম। ২০১৭ সালে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৮০ দশমিক ৩৫।
চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২০ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এর মধ্যে ছাত্রী ছিল ১০ লাখ ৪ হাজার ২৫৪। ছাত্রের সংখ্যা ছিল ১০ লাখ ২২ হাজার ৩২০ জন।
ছাত্রদের মধ্যে পাসের হার ৭৬ দশমিক ৭১। সেখানে ছাত্রীদের মধ্যে পাসের হার ৭৮ দশমিক ৮৫।
এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে সাত লাখ ৮৪ হাজার ২৪৫ জন ছাত্র। পাস করা ছাত্রীর সংখ্যা সাত লাখ ৯১ হাজার ৮৫৯ জন।
তবে জিপিএ ৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে ছেলেরা। ৫৫ হাজার ৭০১ জন ছাত্র জিপিএ ৫ পেয়েছে। অন্যদিকে জিপিএ ৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৫৪ হাজার ৯২৮ জন।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডে (ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও দিনাজপুর) অংশগ্রহণ ও পাসের হারের দিক দিয়ে এগিয়ে আছে মেয়েরা। আটটি বোর্ডে আট লাখ ৩২ হাজার ৩২৬ জন ছাত্রী অংশ নিয়েছে। অন্যদিকে ছাত্রের সংখ্যা সাত লাখ ৯২ হাজার ৯৭ জন। আট বোর্ডে মেয়েদের পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ, ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ।
আট শিক্ষা বোর্ডে ৬ লাখ ২০ হাজার ৯৯১ জন ছাত্র পাস করেছে। অন্যদিকে পাস করা ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৬৮ হাজার ৮১৪ জন।