কমেছে পাসের হার, জিপিএ ৫
২০১৮ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে ফল হস্তান্তর অনুষ্ঠান হয়।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।
শিক্ষামন্ত্রী জানান, এবার ৬৬ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এটা ছিল ৬৮ দশমিক ৯১ শতাংশ।
মন্ত্রী জানান, এবার জিপিএ ৫ পেয়েছে ২৯ হাজার ১৬২ শিক্ষার্থী। গতবার এটা ৩৭ হাজার ৯৬৯ জন পেয়েছিল জিপিএ ৫।
সারা দেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে আট লাখ ৫৮ হাজার ১০১ জন।