‘বাঙলার পাঠশালা সরদার ফজলুল করিম দর্শন সম্মাননা’ প্রদান
তৃতীয়বারের মতো ‘বাঙলার পাঠশালা সরদার ফজলুল করিম দর্শন সম্মাননা-২০১৫’ প্রদান করেছে সংগঠন ‘বাঙলার পাঠশালা’। দর্শন বিভাগের প্রয়াত অধ্যাপক ও দার্শনিক ড. রমেন্দ্রনাথ ঘোষকে মরণোত্তর দর্শন পদক ও কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে এ সম্মাননা প্রদান করা হয়।
আজ বুধবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন। ড. রমেন্দ্রনাথ ঘোষের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তাঁর সহধর্মিণী ছন্দা ঘোষ।
এর আগে ২০১৩ সালে প্রথমবার এই পদক পান রাজশাহী সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সদ্য প্রয়াত অধ্যাপক পারভেজ ইমাম এবং দ্বিতীয়বার ২০১৪ সালে পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুন রশীদ।
দর্শন শাস্ত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ রমেন্দ্রনাথ ঘোষকে এ সম্মাননা দেওয়া হয়। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আজীবন অঙ্গীকারবদ্ধ সাহিত্য ও দার্শনিক অবদানের জন্য হাসান আজিজুল হক পান এই সম্মননা। অধ্যাপক সনৎ কুমার সাহার নেতৃত্বে আট সদস্যের গঠিত বিচারকমণ্ডলী এই দুজনকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ‘বাঙলার পাঠশালা সরদার ফজলুল করিম দর্শন সম্মাননা ২০১৫’-এর জন্য তাঁদের ৫০ হাজার করে টাকা দেওয়া হয়।
উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক ইমেরিটাস অরুণ কুমার বসাক, অধ্যাপক সনৎ কুমার সাহা, উপ-উপাচার্য সারওয়ার জাহান, সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী জাহিদ ইকবাল, দার্শনিক সরদার ফজলুল হকের ডায়েরি সমন্বয়ক মার্জিয়া লিপি, অধ্যাপক সৌমিক রেজা, দর্শন বিভাগের অধ্যাপক আকতার আলী, কথা সাহিত্যিক মামুন হুসাইন প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে রাবির দর্শন বিভাগসহ অন্যান্য বিভাগের প্রায় ২০০ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।