জাবিকে বাস, ভবন ও ট্রাস্ট তহবিল দিচ্ছেন আবদুল কাদির মোল্লা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জন্য দুটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস, একটি বহুতলবিশিষ্ট ভবন এবং বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষণা দিয়েছেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, থার্মেক্স গ্রুপ ও মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান সমাজসেবী আবদুল কাদির মোল্লার কর্মনিষ্ঠা, অধ্যবসায়, আত্মত্যাগ ও সমাজ হিতৈষিতা বিষয়ে বক্তৃতা অনুষ্ঠান’ শীর্ষক এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন কাদির মোল্লা।
আবদুল কাদির মোল্লা জানান, মানুষকে ভালো রাখার কাজে সহযোগী হওয়া তাঁর জীবনের ব্রত। তিনি বলেন, জীবনে চলার পথে বাধা-বিপত্তি আসবে। শক্তি ও সাহস দিয়ে তা অতিক্রম করতে হবে।
ছেলেবেলার অভাব ও দুঃখ কষ্টের বিবরণ দিয়ে কাদির মোল্লা আরো জানান, আর্থিক অভাব অনটনের কারণে তাঁর শিক্ষা জীবন ব্যাহত হলেও তিনি থেমে থাকেননি। প্রথম জীবনে দিনমজুর হিসেবে চারদিনে চার টাকা আয় করেছেন।
এরপর নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি অর্থ-সম্পত্তি অর্জন করেন।
বক্তব্যের একপর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য দুটি বাস, একটি বহুতল ভবন এবং বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের জন্য একটি ট্রাস্ট ফান্ড গঠনের ঘোষণা দেন আবদুল কাদির মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম বলেন, ‘কর্মময় মানুষের জীবন দর্শন তরুণ সমাজের জন্য পাথেয়। পরিশ্রমী ও কীর্তিমান ব্যক্তিদের জীবন কাহিনী জানার মাধ্যমে নিজের ভেতর উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয় এবং এগিয়ে যেতে প্রেরণা যোগায়। সততা, নিষ্ঠা, অধ্যাবসায় এবং সাহসিকতার সঙ্গে অগ্রসর হলে জীবনে উন্নতির শিখরে পৌছানো যায়।’
এ সময় শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নয়নে আবদুল কাদির মোল্লার অনুদানকে সমাজে অন্যান্য বিত্তবানদের জন্য অনুকরণীয় আখ্যা দিয়ে শিল্প উদ্যোক্তা আবদুল কাদির মোল্লাকে ধন্যবাদ জানান উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক রাশেদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এনামুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন।