রোল নম্বর একই হওয়ায় আটক দুজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘গ’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা এ পরীক্ষা নেওয়া হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ে লেকচার থিয়েটার কেন্দ্রে পরীক্ষা চলাকালে প্রবেশপত্রে রোল নম্বর জালিয়াতির অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। দুজনের রোল নম্বর একই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আটক দুজন হলেন সঞ্জয় কুমার (১৮) ও মেহেদী হাসান (১৮)। তাঁদের বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলীর কক্ষে নেওয়া হয়েছে।
এক হাজার ১৭০টি আসনের জন্য ৪৩ হাজার ২৩৪ শিক্ষার্থী অংশ নেন। এ হিসাবে প্রতি আসনের বিপরীতে ৩৭ জন ভর্তীচ্ছু লড়াই করেছেন।
আমজাদ আলী বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৪৬টি এবং ক্যাম্পাসের বাইরে ঢাকার ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রবেশপত্রে ভুলের কারণে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের দুজনের রোল নম্বর এক। এ ক্ষেত্রে জালিয়াতি হয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে।”
এদিকে, জালিয়াতি ও প্রশ্ন ফাঁসের অভিযোগের কারণে এবারও পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এমন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৯ অক্টোবর ‘খ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হয়। পরদিন হয় ‘চ’ ইউনিটের লিখিত পরীক্ষা। এ দুটি ইউনিটের ফলও এরই মধ্যে ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া ৩০ অক্টোবর ‘ক’ ইউনিট ও ৬ নভেম্বর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।